আল ইসলাহ্ ইসলামী সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

‘যদি করি সেচ্ছায় রক্তদান, বাঁচবে জীবন বাঁচবে প্রাণ’ এই স্লোগানকে সামনে রেখে তরুণ-তরুণীদের রক্তদানে উদ্বুদ্ধ করতে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করছে স্বেচ্ছাসেবী সংগঠন আল ইসলাহ্ ইসলামী সংগঠন। গত ২৯ অক্টোবর মঙ্গলবার গাজিরচর ইউনিয়ন পরিষদ এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রায় ২০০ মানুষের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয় এবং রক্তের গ্রুপ সংগ্রহ করে একটি ডেটাবেজ তৈরি করা হয়। প্রয়োজনের সময় গরিব রোগীদের বিনা মূল্যে রক্ত দেওয়া হবে এই ডেটাবেজ থেকে। গাজিরচর ইউনিয়নের ছোট- বড়, বৃদ্ধ সকলেই এই কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়।


আল ইসলাহ্ ইসলামী সংগঠনের মহাসচিব মোঃ মোশিউর রহমান আতিক বলেন, ‘রক্তদানে মানুষকে উদ্বুব্ধ করা এবং ব্লাড ডোনার সংগ্রহ করার লক্ষ্যে আমরা এ কর্মসূচি করছি। এখান থেকে ব্লাড ডোনার লিস্ট করে রক্তের গ্রুপ অনুযায়ী ডেটাবেজ তৈরি করা হয়। পরবর্তী সময়ে রোগীদের চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন হাসপাতালে বিনা মূল্যে রক্ত দিয়ে থাকি। আমাদের উদ্দেশ্য হল যারা যারা এখনো তাদের রক্তের গ্রুপ জানে না তাদেরকে রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া। আর এই জন্য আজকের এই আয়োজন। আমাদের কার্যক্রম চলবে দুপুর ৩ টা পর্যন্ত।

এ ছাড়াও রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি সবাইকে রক্তদানের উপকারিতা সম্পর্কে জানানো হয়। কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের মো. মেহেদী হাসান, মো. আব্দল হান্নান ইকরা, মো. মোশফিকুর রহমান আকিল এবং সংগঠনের অন্য স্বেচ্ছাসেবকরা।

সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন ’আল-ইসলাহ্ ইসলামী সংগঠন”র অন্যতম অঙ্গীকার হচ্ছে দরিদ্রদের সহযোগিতা, মাদক, সন্ত্রাস মুক্ত সমাজ গঠনসহ পরিবেশ সচেতনতা, সামাজিক কু-সংস্থার দুর করণ ও দূর্নীতিমুক্ত সমাজ গঠন করা। এটি একটি ইসলামী, সামাজিক উন্নয়নমূলক, অরাজনৈতিক, অলাভজনক শিক্ষা, দাওয়াহ ও পূর্ণত মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান মানবতার শিক্ষক, মানুষের মুক্তি ও শান্তির দূত, মানবসেবার আদর্শ, মহানবী মুহাম্মদ সা.-এর পদাঙ্ক অনুসরণ করে আর্তমানবতার সেবা, সমাজ সংস্কার, মহত্তম নীতিচেতনার সঞ্চার, কর্মসংস্থান তৈরি, দারিদ্র্য বিমোচন, ইসলামী তমদ্দুনের প্রসার, বহুমুখী শিক্ষায়ন প্রকল্প পরিচালনা, ত্রাণ বিতরণ, স্বল্পমূল্যে বা বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান, পরিচ্ছন্ন মানসিকতা গঠনে নিরন্তর নানা কর্মসূচি পালন, সর্বোপরি মৌখিক, লৈখিক ও আধুনিক সকল প্রচারমাধ্যম ব্যবহার করে মানুষকে মহান আল্লাহর আনুগত্য ও তাঁর রাসূলের অনুকরণে সত্য ও শান্তির পথে ডেকে এনে একটি আদর্শ কল্যাণসমাজ বিনির্মাণে যথাশক্তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ২০১৮ সালের ০১ ফেব্রুয়ারি আল ইসলাহ্ ইসলামী সংগঠন যাত্রা শুরু করে ।
পূর্ববর্তী পোষ্ট