কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার গাজিরচরের সামাজিক সংগঠন আল ইসলাহ্ ইসলামী সংগঠনের ৭ম বার্ষিক শানে আল আকসা কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার গাজিরচরের ইসলামী, সামাজিক উন্নয়নমূলক, অরাজনৈতিক, অলাভজনক শিক্ষা, দাওয়াহ ও পূর্ণত মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান আল ইসলাহ্ ইসলামী সংগঠনের ৭ম বার্ষিক শানে আল আকসা কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) ২০২৪ ইং সাদিরচর খেলার মাঠে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে বাজিতপুর সহ আশপাশের হাজারো তৌহিদী জনতার অংশগ্রহণ দেখা যায়।
বাজিতপুর ইমাম উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আহাদ ও সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ আজিজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে আলোচনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন, মুফতী আমীর হামজা, কুষ্টিয়া, বিশিষ্ট আলেমেদ্বীন, আল্লামা খোরশেদ আলম কাসেমী, ঢাকা, বাজিতপুরের কৃতি সন্তান মাওলানা দেলাওয়ার হোসাইন নুরী সহ প্রমূখ।
বাজিতপুর উপজেলার গাজিরচরের আলোচিত এই কনফারেন্সে অংশ নিয়ে আলোচকগণ আল্লাহর একত্ববাদ, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) এর আদর্শ, ইসলামের পঞ্চস্তম্ভ, ইসলামী রাজনীতি, ইসলামী সমাজনীতি, রাষ্ট্রনীতি ও অর্থনীতি-সহ বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এছাড়া ধর্মীয় আলোচনার পাশাপাশি , সুদ, ঘুষ, মাদকের ভয়াবহতা,পরিবেশ বিপর্যয় ও মুসলমানদের প্রথম ক্বিবলা মাসজিদুল আকসা-সহ মুসলিম উম্মাহর বিভিন্ন সংকট নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা হয় এই কনফারেন্সে।
এই প্রতিষ্ঠান মানবতার শিক্ষক, মানুষের মুক্তি ও শান্তির দূত, মানবসেবার আদর্শ, মহানবী মুহাম্মদ সা.-এর পদাঙ্ক অনুসরণ করে আর্তমানবতার সেবা, সমাজ সংস্কার, মহত্তম নীতিচেতনার সঞ্চার, কর্মসংস্থান তৈরি, দারিদ্র্য বিমোচন, ইসলামী তমদ্দুনের প্রসার, বহুমুখী শিক্ষায়ন প্রকল্প পরিচালনা, ত্রাণ বিতরণ, স্বল্পমূল্যে বা বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান, পরিচ্ছন্ন মানসিকতা গঠনে নিরন্তর নানা কর্মসূচি পালন, সর্বোপরি মৌখিক, লৈখিক ও আধুনিক সকল প্রচারমাধ্যম ব্যবহার করে মানুষকে মহান আল্লাহর আনুগত্য ও তাঁর রাসূলের অনুকরণে সত্য ও শান্তির পথে ডেকে এনে একটি আদর্শ কল্যাণসমাজ বিনির্মাণে যথাশক্তি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।