আমীর এর দায়িত্ব/কার্যাবলী/যোগ্যতা
২। সংগঠনের সকল সভায় সভাপতিত্ব করবেন।
৩। সংগঠনের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্বে থাকবেন।
৪। আমীর এর স্বাক্ষর ছাড়া কোন প্রস্তাবই অনুমােদিত হবে না।
৫। আমীর সভা পরিচালনার পূর্ণ দায়িত্বে থাকবেন।
৬। সংগঠনের স্বার্থে ও কল্যাণে যে কোন প্রকার দায়িত্ব পালন করবেন।
৭। কোন সভায় যে কোন সিদ্ধান্তের ব্যাপারে সম-সংখ্যক ভােট পরলে সভাপতি একটি কাষ্টিং ভােট প্রদান করবেন।
৮। বিশেষ প্রয়ােজনে জরুরী সভা আহ্বান করবেন।
৯। নির্বাহী পরিষদের সদস্যদের মতামতের ভিত্তিতে সংগঠনের করণীয় ও কার্যাবলী নির্ধারণ করবেন।
১০। উপদেষ্টা পরিষদের পরামর্শক্রমে ও সহ-সভাপতি ও মহাসচিব এর সহযােগিতায় সংগঠনের গঠনতন্ত্র।