আমাদের খেদমতের অংশিদার, ভলান্টিয়ার এবং সুকৃত প্রাপ্তদের কিছু ভালোবাসা
💙
"ত্রাণ বিতরণের মাধ্যমে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আল ইসলাহ্ ইসলামী সংগঠনের একটি মহৎ কাজ। বিশেষ করে যেসব এলাকায় মানুষ খাদ্য, পোশাক এবং আশ্রয়ের সংকটে রয়েছে, তাদের সহায়তা দেওয়ার উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আল্লাহ তাদের সেবামূলক কাজে আরও সফল করুন এবং সমাজের উন্নতিতে ভূমিকা রাখার তৌফিক দান করুন।"
শাকিল মিয়া
ব্যবসায়ী, হযরত শাহজালাল বাজার
💙
"পাবলিক লাইব্রেরী স্থাপনের মাধ্যমে গ্রামীণ এবং দূর্গম এলাকায় জ্ঞান সংকট দূর করা আল ইসলাহ্ ইসলামী সংগঠনের একটি প্রশংসনীয় উদ্যোগ। জ্ঞান চর্চায় মানুষদের জন্য এই কাজ সত্যিই অত্যন্ত মানবিক। আল্লাহ তাদের এই কাজকে কবুল করুন এবং আরও বেশি মানুষের সাহায্য করার জন্য সংগঠনকে শক্তি দিন।"
শিশুদের জন্য সিলেবাসভিত্তিক মক্তব শিক্ষাব্যবস্থা আল-ফালাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অন্যতম প্রধান কার্যক্রম, যা ইসলামী শিক্ষার প্রচার এবং শিশুদের নৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
"সংগঠন শব্দের সাধারণ অর্থ সংঘবদ্ধ করণ। এর বিশেষ অর্থ দলবদ্ধ বা সংঘবদ্ধ জীবন। ইকামাতে দ্বীনের কাজ আঞ্জাম দেয় যে সংগঠন তাকেই বলা হয় ইসলামী সংগঠন। ইসলামী সংগঠনের অন্তর্ভুক্ত হয়ে ইকামাতে দীনের সংগ্রামে আত্মনিয়োগ করা প্রত্যেক মুমিনের জন্য ফরয। সংঘবদ্ধ প্রচেষ্টা ছাড়া আল্লাহর যমীনে আল্লাহর দীন কায়েম হতে পারে না। সংগঠিত উদ্যোগ ছাড়া ইসলামের শ্রেষ্ঠত্ব ও সৌন্দর্য বিকাশ সাধন সম্ভবপর নয়."
- মুফতি ইমরান হোসাইন বাবুনগরী
আমীর
"ইসলামী সংগঠনের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে আল্লাহ প্রদত্ত জীবন বিধান রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) প্রদর্শিত পন্থায় মানব সমাজে কায়েম করে আল্লাহর সন্তোষ অর্জন। আল্লাহর সন্তোষ অর্জনের উপায় হচ্ছে আল্লাহ যেই উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য সাধন করা। আর মানব সৃষ্টির উদ্দেশ্যই হচ্ছে আল্লাহর আবেদ হিসাবে আল্লাহর বিধান মুতাবেক আত্মগঠন, পরিবার গঠন, দল গঠন ও রাষ্ট্র গঠন।"