তহবিল

তহবিল বলতে আল-ইসলাহ্ ইসলামী সংগঠনের অর্থনৈতিক কর্মকাণ্ডকে বুঝাবে।
ফোরামের সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভূমিকা রাখার জন্য একটি ফান্ড গঠন করা হবে।

সংগঠনের আয়ের উৎস হবে-
১. সদস্যদের মাসিক চাদা
২. সদস্যদের বিশেষ উঁদা।
৩. প্রকাশনা থেকে আয়
৪. সদস্য ভর্তি ফি
৫. ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি অনুদান।
৬. বিভিন্ন প্রকল্প থেকে অর্জিত মুনাফা।
৭. সভা, সেমিনার, সাংস্কৃতিক কর্মকান্ড থেকে আয়।

এ বছরের আয়ের উৎস (২০২৪)

উৎস পরিমাণ (টাকা)
সদস্যদের অনুদান 10000
বিভিন্ন ডোনেশন 5000
প্রবাসী অনুদান 5000
মোট 20000

শেষ আপডেট: ১০-০৮-২০২৪