সাংগঠনিক সম্পাদক এর দায়িত্ব/কার্যাবলী/যোগ‍্যতা

১। সংগঠনের কার্যক্রমকে গতিশীল রাখার জন্য প্রয়ােজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

২। সংগঠনের কার্যক্রমে স্থীরতা প্রকাশ পেলে এর কারণ নির্ণয় করে তা দূরীকরণের জন্য আমীর / মহাসচিব এর সাথে আলােচনাপূর্বক করণীয় নির্ধারণ করবেন।

৩। সংগঠনের কোন সদস্যের অনুপস্থিতি বা সংগঠনের স্বার্থ বিরােধী কোন কাজ নির্ণয় এবং সমস্যাসমূহ দেখে সংগঠনের স্বার্থে সবাইকে তা অবহিত করবেন। সাংগঠনিক সম্পাদক সংগঠনকে শক্তিশালী করার জন্য সর্বদা নিয়ােজিত থাকবেন।

৫। সংগঠন কোন হুমকির শিকার হলে সেটি আমীরকে অবগত করবেন।

৬। সংগঠনের শৃঙ্খলা এবং ব্যাপ্তি ঘটানাের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করাই তার প্রধান কাজ।