এতিম ও বিধবা সহায়তা কার্যক্রম

আল ইসলাহ্ ইসলামী সংগঠন এর স্বচ্ছলদের পক্ষ থেকে এতিম শিশুদের দায়িত্বভার গ্রহণ করে থাকে। তাদের ভরণ-পোষণ এবং উন্নত শিক্ষা ব্যবস্থার যাবতীয় দায়িত্ব দাতার পক্ষ থেকে সংগঠন পালন করে থাকে। এতিমের লালন-পালন মানে তাকে যেনতেনভাবে লালন পালন করা নয়; বরং সামর্থ অনুযায়ী (অনেকটা নিজের সন্তানের মতো) তাকে লালন পালন করা উচিত। সেজন্য সংগঠন একজন এতিমের জন্য স্পন্সরের পক্ষ থেকে উন্নমানের পানাহার, চিকিৎসা এবং পড়াশোনার বন্দোবস্ত করে থাকে।

মহান আল্লাহর সন্তষ্টি ও সওয়াবের আশায় ইয়াতিমের অভিভাকত্ব গ্রহণ বা দায়িত্বভার নেওয়া গুরুত্বপূর্ণ একটি ইবাদত ও শ্রেষ্ঠতম দানের খাত। সাহল বিন সাদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘আমি ও এতিমের প্রতিপালনকারী জান্নাতে এভাবে থাকব (তিনি তর্জনি ও মধ্যমা আঙুল দিয়ে ইঙ্গিত করেন)।’ (সুনান আবু দাউদ: হাদীস-৫১৫০)

বর্তমানে ৫ জন এতিম ও দুস্থ শিশুর সার্বিক দায়িত্ব পালন করছে সংগঠন।

এছাড়াও বিধবা নারীদের আর্থিক সহায়তার মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলার প্রচেষ্টায় নিয়োজিত রয়েছে আল ইসলাহ্ ইসলামী সংগঠন