এতিম তহবিল

মহান আল্লাহর সন্তষ্টি ও সওয়াবের আশায় ইয়াতিমের অভিভাকত্ব গ্রহণ বা দায়িত্বভার নেওয়া গুরুত্বপূর্ণ একটি ইবাদত ও শ্রেষ্ঠতম দানের খাত।

আল ইসলাহ্ ইসলামী সংগঠন এর পক্ষ হতে ইয়াতিম শিশুদের দায়িত্বভার গ্রহণ করে থাকে। তাদের ভরণ-পোষণ এবং উন্নত শিক্ষা ব্যবস্থার যাবতীয় দায়িত্ব দাতার পক্ষ হতে সংগঠন পালন করে থাকে। ইয়াতিমের লালন পালন মানে তাকে যেনতেনভাবে লালন পালন করা নয়; বরং সামর্থ অনুযায়ী (অনেকটা নিজের সন্তানের মতো) তাকে লালন পালন করা উচিত। সেজন্য সংগঠন একজন ইয়াতিমের জন্য স্পন্সরের পক্ষ হতে উন্নমানের পানাহার, চিকিতসা এবং পড়াশোনার বন্দোবস্ত করে থাকে।

একজন ইয়াতীমের সার্বিক দায়িত্বভার গ্রহণের মোট খরচ প্রতি মাসে ১০,০০০ (দশ হাজার) টাকা। কোনো দাতা চাইলে সারা বছরের খরচ একসাথে দিতে পারেন। উল্লেখ্য, দাতাকে তাঁর নির্ধারিত ইয়াতিমের স্বাস্থ্য, শিক্ষা, সার্বিক অগ্রগতি ও অবস্থার প্রতিবেদন প্রতি ৬মাস পরপর লিখিতভাবে জানানো হয়। বর্তমানে ৫ জন ইয়াতীম ও দুস্থ শিশুর সার্বিক দায়িত্ব পালন করছে সংগঠন।