প্রচার সম্পাদক এর দায়িত্ব/কার্যাবলী/যোগ‍্যতা

১। সংগঠনের বিকাশ সাধনের জন্য সংগঠন হতে ঘােষিত প্রচারপত্র, পােস্টার এবং বক্তব্য অত্র সংগঠনের সদস্যদের মধ্যে পৌছে দেয়া প্রচার সম্পাদকের কাজ।

২। সংগঠন হতে সকল প্রকার প্রকাশনারডিজাইন, তথ্য সংগ্রহ, প্রুফ দেখা সম্পন্ন করে থাকবেন।

৩। সংগঠনের বাহ্যিক প্রচারে বেশি গুরুত্ব দিয়ে বিভিন্ন প্রস্তাব নির্বাহী সভায় উপস্থাপন করবেন।

৪। প্রয়ােজন অনুযায়ী সংবাদ সম্মেলন ও গােলটেবিল আলােচনার ব্যবস্থা করবেন।

৫। সংগঠনের বিভিন্ন অনুষ্ঠান বা কার্যক্রমের সময় সারা জেলাময় প্রচারের ব্যবস্থা করা এবং তা যথাযথ ভাবে হচ্ছে কিনা তা খতিয়ে দেখবেন।

৬। বিভিন্ন সামাজিক গণমাধ্যমে সংগঠনের প্রচারণার দায়িত্বও তার অধীনে।

৭। সংগঠনের বিভিন্ন খবর পত্রিকায় প্রকাশের ব্যবস্থা করা তার দায়িত্ব।