সিনিয়র নায়েবে আমীর এর দায়িত্ব/কার্যাবলী/যোগ‍্যতা

আমীর এর অনুপস্থিতিতে সিনিয়র নায়েবে আমীর কার্যকরী পরিষদের স্বাভাবিক দায়িত্ব পালন করবেন। আমীরের অনুপস্থিতিতে বা আমীর পদত্যাগ করলে বা পালনে অসমর্থ হলে সিনিয়র নায়েবে আমীর আমীর এর কাজ চালিয়ে যাবেন।