- গরিব দুঃখি মানুষের পাশে দাড়ানো।
- নিঃস্ব, দরিদ্র ও ক্ষুধার্তকে খাদ্য দান।
- বিধবাকে সহায়তা প্রদান।
- ইয়াতীম প্রতিপালন এর ব্যবস্থা।
- রোগীর সেবা করা ও দেখতে যাওয়া।
- দুর্যোগ ও দুর্ভাগ্য কালীন ত্রাণ বিতরণ।
- শরণার্থীদেরকে আশ্রয় ও সাহায্য দান।
- রক্তদান এ যুবকের সংযুক্ত করা।
- সমাজের যাবতীয় কল্যাণ এবং উন্নয়নমূলক কাজ করা।
- ছেলে মেয়েদের মধ্যে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা।
- সামাজিক অবক্ষয় রোধে কাজ করাআল-কোরআনের তাফসীর ধর্মীয় পর্যাদি উদযাপন করা।
- সকল মানুষের মধ্যে ধর্মীয় চেতনা ও মূল্যবোধ এবং তাদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি সাধনের চেষ্টা করা।
- প্রতিবেশীর সাথে সদাচরণ করা।